Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এরশাদ যথাসময়ে নির্বাচনের মাঠে থাকবেন: জাপা মহাসচিব


১ ডিসেম্বর ২০১৮ ১৪:৩১ | আপডেট: ১ ডিসেম্বর ২০১৮ ১৪:৪৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মহাসচিব হুসেইন মুহাম্মদ এরশাদের অংশগ্রহণ নিয়ে কোনো ধুম্রজাল নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। দলের চেয়ারম্যান এরশাদ নির্বাচনে অংশ নেবেন এবং যথাসময়ে মাঠে থাকবেন বলেও জানান তিনি।

শনিবার (১ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

রুহুল আমিন হাওলাদার বলেন, একটি পক্ষ এরশাদকে নিয়ে নানাধরণের অপপ্রচার চালাচ্ছে, যার কোনো ভিত্তি নেই। তিনি অবশ্যই নির্বাচনে অংশ নেবেন। এরশাদ বাসায় আছেন, চাইলে যে কেউ ফোন দিতে পারেন বলে জানান তিনি।

জাতীয় পার্টিতে মনোনয়ন বাণিজ্য হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে, জাপা মহাসচিব বলেন, দলে মনোনয়ন বাণিজ্যের কোনো সুযোগ নেই। এসব তথ্য সম্পুর্ণ মিথ্যা ও অপপ্রচার। ৪৫ বছরের রাজনীতিতে মনোনয়ন বাণিজ্যের প্রশ্নই আসে না।

কেন ইসিতে এসেছিলেন জাপা মহাসচিবকে এমন প্রশ্ন জিজ্ঞেস করা হলে রুহুল আমিন হাওলাদার বলেন, ‘ঢাকা-৬ আসনে ইভিএমে ভোট হবে। এই আসনে মহাজোটের প্রার্থী কাজী ফিরোজ রশিদ। তিনি ইভিএম সম্পর্কে নানা তথ্য জানতে এসেছেন। ইভিএম নিয়ে মানুষের মনে অনেক ভয়ভীতি আছে, এসব ভীতি দূর করতেই তিনি নির্বাচনে কমিশনে এ সম্পর্কে জানতে এসেছিলেন। তার সাথেই আমি এসেছি।’

সারাবাংলা/জিএস/জেএএম

এরশাদ নির্বাচন ২০১৮

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর