Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে মুসল্লিদের দুপক্ষের সংঘর্ষ: নিহত ১, আহত অর্ধ শতাধিক


১ ডিসেম্বর ২০১৮ ১৪:১৯ | আপডেট: ১ ডিসেম্বর ২০১৮ ১৭:৪১

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ আহমাদ কান্ধলভী ও মাওলানা জোবায়ের আহমেদ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় দুপক্ষের সংঘর্ষে ইজতেমা ময়দান রণক্ষেত্রে পরিণত হয়। এ সংঘর্ষে একজন মারা গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মুসল্লি। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ সুপার (হেড কোয়ার্টার্স, গাজীপুরের) আরিফুর রহমান জানিয়েছেন, সংঘর্ষে ইসমাইল মন্ডল (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার বাড়ি মুন্সিগঞ্জের নীলপাড়া এলাকায়। সে মওলানা সাদের অনুসারী।

শনিবার (১ ডিসেম্বর) পাঁচদিনের জোড় ইজতেমা অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকে টঙ্গী ইজতেমা মাঠের এক নম্বর প্রবেশপথে মুসল্লিদের দুইপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

এ ছাড়া টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, ‘নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে বাঁশ অথবা লাঠি জাতীয় কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘সংঘর্ষে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, টঙ্গি ও গাজীপুরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শহীদ আহসান উল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার মুনিরা জানান, সকাল থেকে এখন পর্যন্ত ১১৩ জন আহত মুসল্লি হাসপাতালে চিকিৎসা নেন। যাদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বেশিরভাগই হাত বা পা ভাঙা অবস্থায় এসেছে।

এ ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইজতেমা ময়দানের ভেতরে মওলানা সাদ আহমাদ কান্ধলভীর পক্ষের সমর্থকরা অবস্থান করছে। এ ছাড়া ময়দানের বাইরে অবস্থান নিয়েছে মাওলানা জোবায়ের আহমেদ সমর্থকরা।

বিজ্ঞাপন

গতকাল (শুক্রবার) থেকে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার ঘোষণা দিলে মাওলানা জোবায়েরপন্থীরা এর বিরোধিতা করেন এবং জোড় ইজতেমা প্রতিহতের ঘোষণা দেন। এর আগেই মাওলানা জোবায়ের আহমেদের সমর্থকরা ইজতেমা ময়দানে অবস্থান নেন। সকালে মাওলানা সাদপন্থীরা ইজতেমা ময়দানে গেলে ময়দানের প্রতিটি গেটে তালাবদ্ধ দেখতে পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে উঠেন। একপর্যায়ে সাদপন্থীরা ময়দানে ঢোকার চেষ্টা করলে উভয়পক্ষের মুসল্লিদের মধ্যে সংঘর্ষ বাধে।

এতে দুইপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটার আঘাতে মো. সাইফুল ইসলাম (৪০), মাওলানা তাওহিদুল ইসলাম (৫৫), হাফেজ আবু বক্কর (৩৫), মো. গোলাম কিবরিয়াসহ (৪২) অন্তত শতাধিক মুসল্লি আহত হন।

রাজধানীর মোহাম্মদপুরের জামি’য়া মোহাম্মাদিয়া আরাবিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহা.ফয়সাল সারাবাংলাকে জানান, সকাল থেকেই তারা ময়দানে ছিলেন। কিন্তু ভারতের মাওলানা সাদের সমর্থকরা হঠাৎ করেই তাদের ওপর হামলা চালায়।

তিনি বলেন,‘ দেশে অরাজকতা সৃষ্টি করতেই ভারতের সাদ বাহিনী দিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। তারা আমাদের চাপাতি,রড, পিস্তল, হকস্টিকসহ নানা ধরনের অস্ত্র দিয়ে হামলা চালায়িছে। এই হামলার বিচার আগামীকাল থেকে দেশ অচল করে দেব আমরা।’

সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়াদের মধ্যে রয়েছে, বেলাল হেসেন (৫৫), নূর হোসেন (১৮), গোলাপ আলী (৪১), আব্দুল্লাহ (২৩), মোজাম্মেল হক (২০), ইসাহাক আলী (২০), শামীম হোসেন (১৯), আনিছুল হক (২৫), মাইনুদ্দিন (২১), আলমগীর হোসেন (৪৬), জসিম উদ্দিন (৫০), মাকসুদুর রহমান (২৫), হাসান আলী (৩৫), শাকিল (২৫), ইব্রাহীম (৪৫), ওমর ফারুক (৫০), নূরুল আলম (২৫), ফয়সাল (২২), মোহাম্মদ হোসেন (২৩), শাহিন (১৯), শামিম হোসেন (২০), মহিউদ্দিন (২০), আনিছুর রহমান (২৬), সরোয়ার হোসেন (৫৫), ইমাম হাসান (৪৫), মাসুদুর রহমান (৩০), আনোয়ার হোসেন (২৬), দুদু মিয়া (২২), আবুজর (২৪), নুরুল ইসলাম (২৪), সেলিম (২৮), বোরহান উদ্দিন (১৭), আব্দুল্লাহ (৪৫), সাইফুল্লাহ (২৬), আলআমিন (২৬) ও মাহবুবুর রহমান (২৪)।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মোট ৩৭ জনের মধ্যে বেলাল হোসেন (৫৫) অজ্ঞাত (৪৫) ও আব্দুল্লাহ (৪৫) তাদের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

সারাবাংলা/এমএমএইচ/এমএইচ/ইউজে/এসএসআর

আরও পড়ুন

তাবলীগের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, বিমানবন্দর সড়ক অবরোধ

আহত ইজতেমা ময়দান মুসল্লি হামলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর