Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ট্রান্সফরমার বিস্ফোরণে যুবকের মৃত্যু


১ ডিসেম্বর ২০১৮ ১৩:০৬ | আপডেট: ১ ডিসেম্বর ২০১৮ ১৩:৩১

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর চকবাজারে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে ওহিদুল ইসলাম হাওলাদার (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চকবাজারের কামালবাগে এ দুর্ঘটনা ঘটেছে।

মৃত ওহিদুল ইসলাম ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরবাগ গ্রামের মৃত ইসমাইল হাওলাদারের ছেলে।

ওহিদুলের সহকর্মী রতন মিয়া জানান, তারা কামালবাগে একটি রাবার কারখানায় কাজ করতেন। সকালে কারখানার সামনের রাস্তায় বিদ্যুতের খুটির নিচে দাঁড়িয়ে ছিলেন ওহিদুল। এ সময় বিদ্যুতের খুঁটির ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে তার শরীর ঝলসে যায়। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমএইচ

ঢামেক নিহত বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর