শৈত্যপ্রবাহ কমেছে, বেড়েছে তাপমাত্রা
১০ জানুয়ারি ২০১৮ ১০:১২ | আপডেট: ১০ জানুয়ারি ২০১৮ ১০:৪০
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা : গত কয়েকদিন ধরে চলা শৈত্যপ্রবাহের তীব্রতা বুধবার থেকে কিছুটা কমেছে। বাড়তে শুরু করেছে সামগ্রিক তাপমাত্রা। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, তাপমাত্রা কিছুটা বাড়লেও সারাদেশে মৃদু-মাঝারি শৈত্যপ্রবাহ থাকবে। তবে শৈত্যপ্রবাহের প্রভাব আগের মতো হবে না।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মাঝের দুই সপ্তাহ শৈত্যপ্রবাহ মৃদু-মাঝারি থাকলেও জানুয়ারির শেষের দিকে আরও একটি তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও চুয়াডাঙ্গায় ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রংপুর ৬ দশমিক ২, তেঁতুলিয়ায় ৫ দশমিক ৩ এবং ঢাকায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
শীতের পাশাপাশি ঘন কুয়াশাও পড়তে শুরু করেছে দেশের কোথাও কোথাও। কুয়াশার প্রভাব পড়েছে অভ্যন্তরীণ নৌ-রুটগুলোতেও।
সারাবাংলার মানিকগঞ্জ ও রাজবাড়ী প্রতিনিধি জানিয়েছেন, মানিকগঞ্জের পাটুরিয়া এবং রাজবাড়ির দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় রয়েছে দূরপাল্লার যানবাহনগুলো। বন্ধ রয়েছে নৌযান চলাচল।
কুয়াশার তীব্রতা কেটে গেলে অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়া সব যানবাহন পারাপার করা হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালক নাছির মোহাম্মদ চৌধুরী।
সারাবাংলা/আরসি/একে