আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, এক পরিবারের ৩ জন দগ্ধ
১ ডিসেম্বর ২০১৮ ০৯:১১ | আপডেট: ১ ডিসেম্বর ২০১৮ ১০:২৩
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শনিবার (১ডিসেম্বর) ভোর ৫টার দিকে বাইপাইলের একটি বাসায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেন (৩০) তার স্ত্রী লাভলী আক্তার (২৫) এবং তাদের আট বছরের ছেলে হোসাইন মোহাম্মদ আশিক।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, আকরাম হোসেন আশুলিয়া বাইপাইলের মোস্তফা মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। আকরাম ও লাভলী স্থানীয় একটি গার্মেন্টে চাকরি করেন। শনিবার ভোরে লাভলী আক্তার রান্না করার জন্য গ্যাসের চুলা ধরাইতে গেলে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তারা দগ্ধ হয়। পরে প্রতিবেশীরা দগ্ধদের হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান।
ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আকরামের শরীরের ৯০ শতাংশ, লাভলীর ৭ শতাংশ ও তাদের ছেলে আশিকের শরীরের ৫ শতাংশ পুড়ে গেছে। তাদের তিনজনের চিকিৎসা চলছে।
সারাবাংলা/এসএসআর/এমএইচ
আরও পড়ুন
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ
আশুলিয়ায় গ্যাস লাইনে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ