Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীরপ্রতীক তারামন বিবি আর নেই


১ ডিসেম্বর ২০১৮ ০৮:০৭ | আপডেট: ১ ডিসেম্বর ২০১৮ ০৯:৩৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

কুড়িগ্রাম: একাত্তরের রণাঙ্গনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নেয়া বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবি মারা গেছেন।

শনিবার (১ ডিসেম্বর) ভোরে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কাচরিপাড়া গ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি দীর্ঘদিন থেকে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

এরআগে গত ৯ নভেম্বর তারামন বিবিকে গুরুতর অসুস্থ অবস্থায় ময়মনসিংহ সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ১১নং সেক্টরে তারামন বিবি সম্মুখযুদ্ধে পাকবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ১৯৯৫ সালে সরকার তাকে ‘বীরপ্রতীক’ খেতাব দেয়। সরকারি গেজেট অনুযায়ী তার বীরত্বভূষণ নম্বর ৩৯৪।

তারামন বিবির জন্ম ১৯৫৭ সালে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার শংকর মাধবপুর গ্রামে। মোছাম্মৎ তারামন বেগম যিনি তারামন বিবি নামে অধিক পরিচিত।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

তারামন বিবি সিএমএইচে ভর্তি

তারামন বিবি বীরপ্রতীক মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর