Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যারিয়ট হোটেল গ্রুপের ৫০ কোটি গ্রাহকের তথ্য চুরি


৩০ নভেম্বর ২০১৮ ১৯:০২ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ ১৯:০৭

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

হ্যাকিং-এর মাধ্যমে হোটেল গ্রুপ ম্যারিয়ট ইন্টারন্যাশনালের ৫০ কোটি গ্রাহকের তথ্য চুরির ঘটনা ঘটেছে। ম্যারিয়ট কর্তৃপক্ষ জানায়, তাদের গ্রাহক তালিকার ডাটাবেজ ‘স্টারউড ডিভিশন’ থেকে এই তথ্য হাতিয়ে নেওয়া হয়। খবর বিবিসির।

স্টারউড হোটেল ব্র্যান্ডের মধ্যে রয়েছে, ডব্লিউ হোটেলস, শেরাটন, লা মেরিডিয়ান ও ফোর পয়েন্টস বাই শেরাটন।

ভুক্তভোগী গ্রাহকদের এ ব্যাপারে জানিয়ে দেওয়া হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়। গ্রাহকদের চুরি হওয়া তথ্যের মধ্যে রয়েছে, ইমেইল অ্যাড্রেস, ফোন নম্বর, পাসপোর্ট নম্বর ও হোটেলে অবস্থান বিষয়ে তথ্য। এছাড়া, চুরি হয়েছে কিছু কিছু গ্রাহকের এটিম কার্ড-এর ডাটা।

আরও পড়ুন: এবার বেহাত হয়েছে ৯৪ লাখ বিমানযাত্রীর তথ্য

ম্যারিয়টের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বলা হয়, এই ব্যাপারে আইনি সহায়তা নেওয়া হবে। ২০১৪ সাল থেকে কোন একজন হ্যাকার কোম্পানির স্টারউড নেটওয়ার্কে প্রবেশের মাধ্যমে এসব তথ্য চুরি করে। তদন্তের পর তা নিশ্চিত হওয়া গেছে।

হ্যাকিং সংক্রান্ত বিষয়ে গ্রাহকদের সহায়তার জন্য ম্যারিয়ট গ্রুপ একটি ওয়েবসাইটও খুলেছে।

সারাবাংলা/এনএইচ

গ্রাহকের তথ্য চুরি ম্যারিয়ট হ্যাকিং

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর