ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
৩০ নভেম্বর ২০১৮ ১৬:২০ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ ১৬:২৪
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে একটি পাঁচতলা বাসার ছাদ থেকে পড়ে মনোরঞ্জন বিশ্বাস (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০) নভেম্বর দুপুর ১টার দিকে ধানমন্ডি হাতেমবাগের ৮৮/৪ নম্বর বাসায় এ দুর্ঘটনা ঘটেছে।
মৃত মনোরঞ্জনের বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার বেরস গ্রামে। তিনি ধানমন্ডির একটি বায়িং হাউজে চাকরি করতেন।
মনোরঞ্জনের ভাতিজা বিধান বিশ্বাস জানান, তার চাচা ধানমন্ডি হাতেমবাগের ৮৮/৪ নম্বর বাসায় ভাড়া থাকেন। দুপুরে পাঁচ তলার ছাদে পানির ট্যাংকি দেখতে যান মনোরঞ্জন। সেখান থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমএইচ
আরও পড়ুন
মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির ঢামেকে মৃত্যু
ঢামেক হাসপাতালে এখনও ঝুলছে নির্বাচনি ব্যানার-ফেস্টুন
ঢামেক হাসপাতালে বাক্সেই ‘বন্দি’ অভিযোগ