Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বন্ধুর ঘুষিতে কিশোরের মৃত্যু


৩০ নভেম্বর ২০১৮ ১৬:০০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বন্ধুদের মধ্যে মারামারিতে মো. ফরহাদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। খেলার সময় ঝগড়ায় জড়িয়ে একদল কিশোর হাতাহাতিতে লিপ্ত হয়েছিল বলে জানায় পুলিশ।

শুক্রবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাটে ওমর আলী মাতব্বর রোডে এ ঘটনা ঘটেছে।

চান্দগাঁও থানার ওসি আবুল বাশার সারাবাংলাকে জানান, পাড়ায় ক্যারাম খেলার সময় ঝগড়ার সূত্রপাত হয়। এসময় বন্ধুদের দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এসময় ঘুষিতে ফরহাদ গুরুতর আহত হন।

আহত ফরহাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর পুলিশ এলাকায় গিয়ে ইমরান নামে ফরহাদের এক বন্ধুকে আটক করেছে।

সারাবাংলা/আরডি/এনএইচ

চট্টগ্রাম মৃত্যু হাতাহাতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর