Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরগুনায় ঘরের ভেতর বৃদ্ধ দম্পতির মরদেহ


৩০ নভেম্বর ২০১৮ ১৩:১৮ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ ১৩:৩৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বরগুনা: বরগুনায় এক বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ নভেম্বর) সকালে বরগুনা সদর উপজেলার নলি গ্রামের একটি বাড়ি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- আবদুল মান্নান (৭৫) ও তার স্ত্রী ফাতেমা বেগম (৬০)। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মোহাম্মদ হোসেন বলেন, রাতে খাবার খেয়ে নিজঘরে ঘুমিয়ে পড়েন ওই বৃদ্ধ দম্পতি। পরে সকাল হলেও তাদের ঘুম না ভাঙায় ঘরে ঢুকে তাদেরকে মৃত অবস্থায় দেখতে পান স্বজনরা। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

ওসি আরও বলেন, মরদেহ দুটির সুরতহাল রিপোর্টে কোনো আঘাতের চিহ্ন বা অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য সেগুলো বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

বরগুনায় রেস্তোরাঁর খাবার খেয়ে অসুস্থ ১৪

বরগুনায় দুই বাসের চাপায় প্রাণ গেল হেলপারের

বরগুনায় ময়লার ভাগাড়ে বোমা বিস্ফোরণ, অবিস্ফোরিত বোমা উদ্ধার

দম্পতি বরগুনা মৃতদেহ উদ্ধার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর