Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ ডিসেম্বর থেকে নিম্ন আদালতে শুরু হচ্ছে এক মাসের ছুটি


৩০ নভেম্বর ২০১৮ ১২:২৭ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ ১২:২৯

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: ২ ডিসেম্বর থেকে নিম্ন আদালতে শুরু হচ্ছে এক মাসের অবকাশকালীন ছুটি। বাংলাদেশে জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আগামী রোববার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক মাসের ছুটিতে যাচ্ছে। ছুটির এই সময়ে এ সব আদালতে বিচারাধীন মামলার কার্যক্রম বন্ধ থাকবে।

তবে, সারাদেশে ম্যাজিস্ট্রেট আদালত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালত এই ছুটির আওতার বাইরে থাকবে।

আদালতের সূত্রে জানা যায়, অবকাশকালীন সময়ে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক হিসেবে বর্তমানে দায়িত্বরত মো. হেলাল চৌধুরীকেই জরুরী মামলাগুলোর নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৫, ৬, ১২, ১৩, ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

অপরদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরী মামলা নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারক হিসেবে বর্তমানে দায়িত্বরত একেএম ইমরুল কায়েশকেই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৩, ৪, ৫, ৬, ১০, ১১, ১২, ১৩, ১৭, ১৭, ১৯, ২০, ২৩, ২৪, ২৬ ও ২৭ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

আগামী ১ জানুয়ারি থেকে যথারীতি সব আদালতের কার্যক্রম শুরু হবে।

সারাবাংলা/এআই/জেএএম

নিম্ন আদালতে এক মাসের ছুটি