বরিশালে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার
২৯ নভেম্বর ২০১৮ ১৭:২৬
।।ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট।।
বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় অজ্ঞাত এক যুবতীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে হোসনাবাদ স্টিমারঘাট এলাকায় পালরদী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ তথ্য জানিয়েছে পুলিশ।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মো. সগির হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি আরও জানান,তার পরিচয় জানতে পার্শ্ববর্তী থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।
সারাবাংলা/এএমজে/এসএল/ আরএ