Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লরির ধাক্কায় অ্যাম্বুলেন্স থাকা রোগীর মৃত্যু, আহত ৩


২৯ নভেম্বর ২০১৮ ১৪:৪৭ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ১৭:০৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় অ্যাম্বুলেন্স থাকা আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অ্যাম্বুলেন্সের আরও তিন যাত্রী।

আহতরা হলেন, লাকী বেগম (৩০), ইফতেকা (৩৫) বাতেন (২৪) গুরুতর আহত হয়েছেন।আহতদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সটি উল্টো পথে চলছিল বলে জানিয়েছেন গজারিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ হাবিবুর রহমান।

ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ‘সকালে চর বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী একটি অ্যাম্বুলেন্সকে সামনে থেকে ধাক্কা দেয় ঢাকাগামী লরি। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা রোগী আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়েছে। রোগীর সঙ্গে অপর তিনজন আহত হন। অ্যাম্বুলেন্সটি উল্টা পথে চলছিল।’

দুর্ঘটনার কারণে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ

দুর্ঘটনা নিহত মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর