শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
২৯ নভেম্বর ২০১৮ ১৩:৩১ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ১৩:৩৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
গাজীপুর: গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে এন এ জেট গ্রুপের সি এ নীট কম্পোজিটের কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে সড়কে চলাচলকারী যাত্রীতের চরম দুর্ভোগে পড়েছেন।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে ওই মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শ্রমিকরা।
বিক্ষুব্দ শ্রমিকদের দাবি, বিভিন্ন অজুহাতে কারখানার শ্রমিকদের অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই করা শ্রমিকদের বেতন প্রদান করা হয়নি। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকলেও কর্তৃপক্ষ শ্রমিকদের কোন দাবি না মানায় তারা বিক্ষোভ করছেন।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাশ জানান, ভবানীপুর এলাকায় ফকিরা গার্মেন্টসের কয়েকজন শ্রমিককে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। এর জের ধরে সকালে ওই কারখানার শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য চেষ্টা চালানো হচ্ছে। পরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।
সারাবাংলা/এমএইচ
আরও পড়ুন
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, পোশাক কারাখানা বন্ধ ঘোষণা
গাজীপুরে টেক্সটাইল কারখানায় আগুন