ইটবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল মা-মেয়ের
২৯ নভেম্বর ২০১৮ ১১:২৩ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ১১:২৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
পাবনা: পাবনায় ইটবোঝাই ট্রলির চাপায় এক অন্তঃসত্ত্বা নারী এবং তার সাত বছরের মেয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রিনি খাতুন (৩৭) ও তার মেয়ে বর্ষা (৭) নিহত। এসময় রিনি খাতুনের স্বামী আকবর আলী গুরুতর আহত হন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উবাইদুল হক জানান, আকবর আলী পেশায় একজন ভ্যানচালক। সকালে অন্তঃসত্ত্বা স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। এসময় উল্টো দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিনি ও বর্ষা মারা যায়। গুরুতর আহত হন আকবর। পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি সেখানেই চিকৎসাধীন।
তবে ট্রলিচালক পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি বলেও জানান ওসি।
সারাবাংলা/এসএমএন