Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জের এসপিকে প্রত্যাহারের নির্দেশ


২৮ নভেম্বর ২০১৮ ২০:৩৯ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ২১:০১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের অভিযোগের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৭ নভেম্বর) ইসির সহকারী সচিব নুরুন নাহার খানের সই করা জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

আজ বুধবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নুরুন নাহার সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করার জন্য গতকাল (মঙ্গলবার) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

পরে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের মনোনয়নপত্র দাখিল বিষয়ে ব্রিফিংয়ের সময় এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নারায়ণগঞ্জের এসপির বিরুদ্ধে বেশকিছু অভিযোগ ছিল। তার পরিপ্রেক্ষিতেই তাকে বদলি করা হয়েছে।

ঐক্যফ্রন্টের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, এসপি আনিসুরের স্ত্রী সরকারদলীয় সংসদ সদস্য। এ কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে কি না— জানতে চাইলে ইসি সচিব বলেন, এটাও একটা কারণ।

এর আগে, গত ২৫ নভেম্বর এসপি আনিসুর রহমানের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করে ২০ দলীয় জোট। জোটের অন্যতম নেতা, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ ইসিতে অভিযোগ দায়ের করেন।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার আনিসুর রহমানের স্ত্রী বেগম ফাতেমা তুজ্জহুরা আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য। সম্প্রতি সন্তানসহ প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ছবি তুলেছেন। এই অবস্থায় ইচ্ছা থাকা সত্ত্বেও তার পক্ষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমরা তাকে প্রত্যাহারের দাবি করছি।’

বিজ্ঞাপন

এই দাবির একদিন পর ২৭ নভেম্বর এসপি আনিসুর রহমানকে প্রত্যাহারের নির্দেশ দেয় ইসি। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০ দলীয় জোটের অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, ফাতেমা তুজ্জহুরা দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা ২১ আসনের বর্তমান সংসদ সদস্য। অন্যদিকে, চলতি বছরের আগস্টে নারায়ণগঞ্জে এসপি হিসেবে যোগ দেন আনিসুর রহমান।

এর আগে, ইসির নির্দেশে গত ২৬ নভেম্বর যৌন হয়রানির অভিযোগে নাটোরের জেলা প্রশাসক গোলামুর রহমানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ছাড়াও মুন্সীগঞ্জের লৌহজং ও রংপুরের মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) প্রত্যাহারের নির্দেশ দেয় ইসি।

সারাবাংলা/জিএস/টিআর

এসপি আনিসুর রহমান নারায়ণগঞ্জের এসপি নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর