মনোনয়নপত্র জমা দিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
২৮ নভেম্বর ২০১৮ ১৭:৩৯ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ১৭:৫৭
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
সিলেট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার (২৮ নভেম্বর) বেলা ২টার দিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
নুরুল ইসলাম নাহিদ সিলেট-৬ আসনের বর্তমান সাংসদ। তিনি এবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু, আতাউর রহমান খান, রফিক আহমদ চৌধুরী, আব্দুল হাসিব মানিক, যুবলীগ নেতা আব্বাস উদ্দিন প্রমুখ।
সারাবাংলা/এমএইচ
আরও পড়ুন
দলবদলে সিলেটের ভোটের মাঠে নতুন মেরুকরণ
সিলেট বিভাগের মনোনয়নে আলোচনায় ১৩ নারী প্রার্থী