Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিনজিয়াং থেকে নিখোঁজ পুরস্কারপ্রাপ্ত চীনা ফটোগ্রাফার


২৮ নভেম্বর ২০১৮ ১৪:১০

।।আন্তর্জাতিক ডেস্ক।।

চীনের শিনজিয়াং অঞ্চল থেকে নিখোঁজ হয়ে গেছেন পুরস্কারপ্রাপ্ত চীনা ফটোগ্রাফার লু গুয়াং। তার স্ত্রীর বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

লু গুয়াং নিউ ইয়র্কের বাসিন্দা। চলতি বছরের অক্টোবর মাসে একাধিক ফটোগ্রাফি অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে শিনজিয়াং-এ যাওয়ার জন্য নিমন্ত্রণ পান লু। ২৩ অক্টোবর সেখানের কঠোর নিরাপত্তা সম্বলিত প্রদেশটিতে পৌঁছান তিনি। তার স্ত্রী শু শিয়াওলি জানান, ৩ নভেম্বর থেকে তার সঙ্গে কোন যোগাযোগ করা যাচ্ছে না।

পরবর্তীতে স্থানীয় কর্মকর্তারা শু’কে জানান, জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা লু’কে আটক করেছেন।

শু জানান, তার স্বামী চীনা সরকারের ক্ষোভ উস্কে দেওয়ার মতো কোন কাজ করেছেন কিনা সে বিষয়ে তিনি জানেন না।

উল্লেখ্য, লু তিনবার ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার জিতেছেন। তিনি সাধারণত চীনের পরিবেশ ও সামাজিক ইস্যু নিয়ে কাজ করেন।

আগামী সপ্তাহে আমাদের ২০তম বিবাহ বার্ষিকী…

২৩ অক্টোবর তিনি শিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকিতে সফর করেন লু। নিখোঁজ হওয়ার আগে তিনি ৫ নভেম্বর তার এক বন্ধু চেন’র সঙ্গে দেখা করতে সিচুয়ান শহরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সেখানে একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার।

কিন্তু নির্ধারিত সময়ে সিচুয়ানে পৌঁছানর পর লু’কে খুঁজে পাননি চেন। তখন তার স্ত্রী শু’কে এ বিষয়ে জানান। কিন্তু তিনিও জানতেন না লু কোথায় আছেন। তার স্ত্রী লু’কে নিমন্ত্রণকারী ব্যক্তির স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, লু ও তার নিমন্ত্রণকারী আটক হয়েছেন।

পরবর্তীতে এ তথ্য নিশ্চিত করেছে ঝেজিয়াং প্রদেশের স্থানীয় নিরাপত্তাকর্মীরা।

বিজ্ঞাপন

শু সোমবার (২৬ নভেম্বর) এক টুইটে জানান, নিরাপত্তাকর্মীরা জানিয়েছে তারা এর চেয়ে বেশি কিছু বলতে পারবে না। তিনি ২০ দিন ধরে নিখোঁজ। আমি তার পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও আমাকে তার গ্রেফতারের বিষয়ে কোন নোটিশ দেওয়া হয়নি।

তিনি লিখেন, আমি বারবার শিনজিয়াং প্রদেশের পুলিশ বাহিনীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু সফল হইনি।

শু আরও লিখেন, আগামী সপ্তাহে আমাদের ২০তম বিবাহ বার্ষিকী। আমাদের এখন একসাথে উদযাপন করার কথা। আমি শুধু তার নিরাপদে ফিরে আসার আশায় আছি।

উল্লেখ্য, শিনজিয়াং প্রদেশ কঠোর নিরাপত্তার জন্য কুখ্যাত। এর মধ্যে প্রদেশটির উইঘুর মুসলিমদের ওপর চীনা সরকারের নিপীড়নের জন্য এর নিরাপত্তা বিশ্বব্যাপী সমালোচিত হয়েছে। এছাড়া চীনা সরকার সমালোচনার ব্যাপারে ব্যাপক স্পর্শকাতর। চীনা সরকার পূর্বে সমালোচনাকারী সাংবাদিকদের গ্রেফতার করেছে।

সারাবাংলা/ আরএ

চীন চীনা ফটোগ্রাফার নিখোঁজ শিনজিয়াং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর