মনোনয়নপত্র জমা দিলেন গোলাম দস্তগীর গাজী
২৮ নভেম্বর ২০১৮ ১৪:০৪ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ১৪:০৮
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আসনটির দুইবারের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। বুধবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ-১ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়ন জমা দেওয়ার পর গোলাম দস্তগীর গাজী বলেন, আজ জনগণের জোয়ার ও উন্নয়নের জোয়ার এক হয়েছে। আর এই জোয়ারেই নৌকার জয় হবে। সামনের নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সকলকে এক হয়ে নৌকার জন্য কাজ করতে হবে।
তিনি বলেন, প্রতীক দেখে ভোট দিতে হবে। উন্নয়নের প্রতীক নৌকা। বিগত ৪৭ বছরে যে উন্নয়ন হয়নি আওয়ামী লীগ সরকারের ১০ বছরে তার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে।
আরও পড়ুন: রূপগঞ্জে প্রধানমন্ত্রী ও দস্তগীর গাজীর জন্য দোয়া
নারায়ণগঞ্জ-১ আসনের জন্য তাকে আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে গোলাম দস্তগীর গাজী আরও বলেন, আমি কৃতজ্ঞ বঙ্গবন্ধু কন্যা আমাকে আবারও মনোনয়ন দিয়েছেন। আমি আমার সকল কাজ যথাসাধ্য-ভাবে করার চেষ্টা করেছি। আশা করি সকল কাজ শেষ করতে পেরেছি। এছাড়া যেসব কাজ চলমান রয়েছে সেগুলো দ্রুতই শেষ হবে। আর নির্বাচনে কর্মীদেরকে নৌকার হয়ে সকল মানুষের কাছে যেতে হবে এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা জানাতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এড.আব্দুর রহমান দীপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মোল্লা, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, তারাব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জায়েদ আলী।
সারাবাংলা/এসজে/এনএইচ