চূড়ান্ত আপিলে খালাস না হলে নির্বাচন নয়, হাইকোর্টের আদেশ বহাল
২৮ নভেম্বর ২০১৮ ১১:৫০ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ১১:৫৩
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: দুর্নীতির দায়ে দণ্ডিত কোনো ব্যক্তি পুরোপুরি খালাস না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ (প্রার্থী) হতে পারবেন না বলে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
বুধবার (২৮ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।
মঙ্গলবার হাইকোর্ট দুর্নীতির দায়ে দণ্ডিত কোনো ব্যক্তি পুরোপুরি খালাস না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ (প্রার্থী) হতে পারবেন না বলে আদেশ দেন।
৫ বিএনপি নেতার দণ্ড স্থগিতের আবেদন হাইকোর্টে খারিজ
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, বিচারিক আদালতে কারও বিরুদ্ধে দুই বছরের বেশি সাজা বা দণ্ড হলে সেই দণ্ড বা সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচনে অংশ নিতে পারবে না। যতক্ষণ না, আপিল বিভাগ ওই রায় বাতিল বা স্থগিত করে জামিন না দেয়।
এ আদেশ স্থগিত চেয়ে মঙ্গলবারই আপিল করেন বিএনপি নেতা ডা. জেড এম জাহিদ। পরে চেম্বার অাদালত অাবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চ পাঠিয়ে দেন।
মঙ্গলবার আদেশে আদালত বলেছেন, সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী কারওে দুই বছরের বেশি দণ্ড হলে, আপিল বিভাগ সম্পূর্ণভাবে তার সাজা বাতিল না করা পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি নির্বাচনে অযোগ্য হবেন। দণ্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল বিচারাধীন থাকাবস্থায়ও সংশ্লিষ্ট ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না।
আরো পড়ুন : ‘চূড়ান্ত আপিলে খালাস না পেলে নির্বাচনের সুযোগ নেই খালেদা জিয়ার’
আপিলে দণ্ড স্থগিত বা বাতিল না হলে নির্বাচনের যোগ্য নয়: হাইকোর্ট
সারাবাংলা/এজেডকে/এনএইচ/এসএমএন