লক্ষ্মীপুর-৪: আ স ম আবদুর রবের মনোনয়ন জমা
২৭ নভেম্বর ২০১৮ ২০:৩৩ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ২৩:০৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি, ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আ স ম আবদুর রব লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল হকের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় দলের সহসভাপতি তানিয়া রবসহ রামগতি ও কমলনগর উপজেলা জেএসডির নেতারা উপস্থিত ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার একই কার্যালয় থেকে তার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
আ স ম আবদুর রব লক্ষ্মীপুর-৪ আসন থেকে তিনবার এমপি নির্বাচিত হয়েছেন।
এছাড়া ঢাকা-১৮ আসনে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, ঝিনাইদহ-১ আসনে দবির উদ্দিন জোয়ার্দার, ঢকা-১৪ আসনে কামাল উদ্দিন পাটোয়ারী, ঢাকা-৮ আসনে আলহাজ এম এ ইউসুফ মনোনয়নপত্র দাখিল করেছেন। পূর্ণাঙ্গ তালিকা আগামীকাল প্রকাশ করা হবে।
সারাবাংলা/ এএইচএইচ/এমএইচ