সরকারের সঙ্গে দেড়শ সাবেক সামরিক কর্মকর্তার একাত্মতা
২৭ নভেম্বর ২০১৮ ১৮:৩১ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ১৯:৪১
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন তিন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত দেড় শতাধিক কর্মকর্তা।
মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তারা আনুষ্ঠানিকভাবে এই একাত্মতা প্রকাশ করেন।
এদিন, বিকেল ৪টায় সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গণভবনে আসেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত দেড় শতাধিক সাবেক কর্মকর্তা। তাদের মধ্যে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ১০৮ জন, নৌবাহিনীর ২০ জন ও বিমান বাহিনীর ১৯ জন। তিন জন নারীও আছেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের মধ্যে।
শুরুতেই প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে একাত্মতা ঘোষণা করেন সাবেক এই সামরিক কর্মকর্তারা। এসময় তারা দক্ষভাবে দেশ ও সরকার পরিচালনায় শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। তারা ভবিষ্যতেও হাসিনা সরকারের পাশে থাকার দৃঢ় প্রত্যয় জানান। পরে সাবেক সামরিক কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন শেখ হাসিনা।
সারাবাংলা/এনআর/টিআর