Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর-৬ আসনে প্রধানমন্ত্রী ও নিজের মনোনয়নপত্র জমা দিলেন স্পিকার


২৭ নভেম্বর ২০১৮ ১৬:৩৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

রংপুর: রংপুর-৬ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিজের মনোনয়নপত্র জমা দিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর-৬ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এম এ মমিনের কাছে স্পিকার প্রথমে প্রধানমন্ত্রীর ও পরে নিজের মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিল শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রংপুর-৬ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি। এরপর আমিও মনোনয়নপত্র দাখিল করলাম। এখানে আমার ব্যক্তিগত কোনো বিষয় নেই। দল সিদ্ধান্ত নেবে এ আসনে কে নির্বাচন করবে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সিদ্ধান্ত দেবেন কে নির্বাচন করবে।

এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বড়দর্গা মাজার ও শেখ ওয়াজেদ মিয়ার কবরস্থান জিয়ারত করেন।

সে সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, পীরগঞ্জ পৌর মেয়র থানজিবুল ইসলাম শামীম, আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেন পিন্টু, আজিজুর রহমান রাঙ্গা, মোনায়েম সরকারসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ/এমআই

আরও পড়ুন

রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩ আসন থেকে লড়বেন শেখ হাসিনা

মনোনয়ন স্পিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর