Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলছুট নেতাদের ভিড়িয়ে বিএনপির ভাঙা হাট জমেনি: কাদের


২৭ নভেম্বর ২০১৮ ১৫:৩৩ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ১৫:৪৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নোয়াখালী: সারা দেশে নৌকার জোয়ার বইছে তাই বিএনপির কোনো অপতৎপরতায় কাজ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দলছুট নেতাদের ঐক্যফ্রন্টে ভিড়িয়ে বিএনপির ভাঙ্গা হাট জমেনি বরং দুর্বল হয়েছে এবং জনসমর্থন কমেছে। দলছুট ও জনবিচ্ছিন্ন নেতারা যতই বিএনপির সাথে হাত মিলিয়ে অপতৎপরতা চালাক, কোন লাভ হবে না। তারা তাদের ভাঙা হাট আর জমাতে পারবেনা।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদ এর কাছে নোয়াখালী-৫ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়ে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ঐক্যফ্রন্ট ও বিএনপির নির্বাচন কমিশনের পদত্যাগের দাবির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের এক মাস পূর্বে এ ধরনের দাবির অর্থ হল নির্বাচন নয়, নির্বাচন বানচাল করা।’

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগ আনেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ইনশাআল্লাহ ৩০ ডিসেম্বরে নৌকা ভাসতে ভাসতে বন্দরে পৌঁছাবে।’

এসময় ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাহাব উদ্দিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাজমুল হক নাজিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্লাহ খান সোহেল ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন/এমএইচ

ঐক্যফ্রন্ট ওবায়দুল কাদের বিএনপি সেতুমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর