আপিলে দণ্ড স্থগিত বা বাতিল না হলে নির্বাচনের যোগ্য নয়: হাইকোর্ট
২৭ নভেম্বর ২০১৮ ১২:১৯ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ১৩:৫৮
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে বিচারিক আদালতে কোনো ব্যক্তির দুই বছর বা তার বেশি মেয়াদে সাজা হলে ওই দণ্ডের বিরুদ্ধে আপিল চলাকালে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে মত দিয়েছেন হাইকোর্ট। আপিলে সেই দণ্ড বাতিল বা স্থগিত হলেই কেবল সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন বলেও জানিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ নভেম্বর) দুর্নীতির দায়ে বিচারকি আদালতের দেওয়া দণ্ড ও সাজা স্থগিত চেয়ে পাঁচ বিএনপি নেতার আবেদন খারিজ করে আদেশ দেওয়ার সময় বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম এই মত দেন।
আরও পড়ুন: ৫ বিএনপি নেতার দণ্ড স্থগিতের আবেদন হাইকোর্টে খারিজ
এ মামলার আদেশের পর্যবেক্ষণে আদালত বলেন, সংবিধানের অনুচ্ছেদ ৬৬ (২) (ঘ) অনুযায়ী কারও দুই বছরের বেশি সাজা বা দণ্ড হলে সেই সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল বিচারাধীন থাকা অবস্থায় তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। যতক্ষণ না, আপিল বিভাগ ওই রায় বাতিল স্থগিত করে জামিন না দেয়।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত ওই পাঁচ বিএনপি নেতা হলেন, সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লা আমান, ডা.এ জেড এম জাহিদ হোসেন ,ওয়াদুদ ভুঁইয়া ও আব্দুল ওহাব ও ব্যারিস্টার একেএম ফখরুল ইসলাম।