ঢামেকের সামনে ডাস্টবিন থেকে মৃত নবজাতক উদ্ধার
২৬ নভেম্বর ২০১৮ ২৩:৩৩ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ২৩:৩৫
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের সামনের ডাস্টবিন থেকে মৃত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে ওই নবজাতককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
হাসপাতালের সামনে ব্যাগ বিক্রেতা নুর আলম জানান, সোমবার সন্ধ্যায় ডাস্টবিনে একটি সাদা পলিথিনে মোড়ানো একটি নবজাতককে পড়ে থাকতে দেখে ফুটপাতের হকাররা। পলিথিন খুলে দেখা যায়, নবজাতকটি বেঁচে নেই। পরে তারা নবজাতকটিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানান, মৃত অবস্থাতেই নবজাতকটিকে উদ্ধার করা হয়েছিল। পরে সেটাকে মর্গে রাখা হয়েছে। নবজাতকটি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান আব্দুল্লাহ খান।
এর আগে, গত ২০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসের নিচ থেকে লাল প্রিন্টের ওড়নায় মোড়ানো একদিন বয়সী এক নবজাতককে উদ্ধার করা হয়। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থা ভালো নয়।
এরও আগে, গত ৯ নভেম্বর গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকার একটি বাসার সামনে একটি কাপড়ের ব্যাগ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়। শিশুটির ওজন ছিল মাত্র ৭০০ গ্রাম। পরে শিশুটিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সপ্তাহখানেক পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নবজাতকটির।
সারাবাংলা/এসএসআর/টিআর