Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাগজপত্র ছাড়াই সীমান্ত পার, হিলিতে ২ বাংলাদেশি আটক


২৬ নভেম্বর ২০১৮ ২০:০৪

।। লোকাল করেসপন্ডেন্ট ।।

হিলি: অবৈধভাবে ভারতে যাওয়ার পর একইভাবে বাংলাদেশে প্রবেশের সময় দিনাজপুরের হিলি সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৫ নভেম্বর) রাতে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাবপিলার সংলগ্ন বাসুদেবপুর এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে আটক হন দুইজন। এরা

হলেন, জয়পুরহাট জেলার কালাই উপজেলার শিবসমুদ্র গ্রামের শরিফুল ইসলাম (৪১), জয়পুরহাট জেলা সদরের হাটুভাঙ্গা গ্রামের নাবিরুল ইসলাম (৩৩)।

বিজিবি হিলির আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফা সারাবাংলাকে জানান, রোববার রাতে হিলি সীমান্তের সিপি বিওপি ক্যাম্পের আওতাধীন বাসুদেবপুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ওই দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদে আটক ব্যক্তিরা ভারত থেকে দেশে ফেরার পথে পাসপোর্টসহ অন্যান্য কোনও কাগজ দেখাতে পারেনি। পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে হাকিমপুর থানায় মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়।

সারাবাংলা/এসএমএন

অনুপ্রবেশ হিলি সীমান্ত

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর