আফগানিস্তানে তালিবান হামলায় ২০ পুলিশকর্মী নিহত
২৬ নভেম্বর ২০১৮ ১৮:২০ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ১৮:২১
।।আন্তর্জাতিক ডেস্ক।।
আফগানিস্তানের ফারাহ প্রদেশে জঙ্গি গোষ্ঠী তালিবানের হামলায় অন্তত ২০ পুলিশকর্মী নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন। রোববার (২৫ নভেম্বর) এ ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।
ফারাহ’র প্রাদেশিক পরিষদের সদস্য দাদুল্লাহ কানেহ বলেন, নিহতদের মধ্যে প্রদেশটির নতুন নিযুক্ত পুলিশ প্রধান রয়েছেন। এছাড়া আহতদের মধ্যে একজন ডেপুটি পুলিশ প্রধান রয়েছেন।
রোববার প্রদেশের লাশ ওয়া জুয়ায়েন জেলায় পুলিশের এক গাড়ি বহরে এই হামলা ঘটে। হামলার দায় স্বীকার করেছে তালিবান।
পরিষদের অপর এক সদস্য আব্দুল সামাদ সালেহি বলেন, গাড়ি বহরটি নতুন পুলিশ প্রধানকে জেলাবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দিতে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে বহরে হামলা চালায় তালিবানরা।
সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানে তালিবানের হামলা তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে জঙ্গি দলটি।
এর আগে শুক্রবার খোস্ট প্রদেশের এক সামরিক ঘাঁটির অভ্যন্তরে অবস্থিত মসজিদে হামলা চালায় তালিবান। ওই হামলার অন্তত ২৬জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ।
মার্কিন-ভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা স্পেশাল ইন্সপেক্টর ফর আফগানিস্তান রিকনস্ট্রাকশন (সিগার) সম্প্রতি জানিয়েছে, ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত আফগানিস্তানে বিভিন্ন হামলায় প্রায় ৩০ হাজার নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। এতে করে মোতায়েনরত সেনাদের মধ্যে দায়িত্ব পালনে অনীহা দেখা দিয়েছে।
চলতি বছরের শেষ ভাগে এসে আফগানিস্তানজুড়ে মোতায়েনরত সেনা ও পুলিশ সদস্যের সংখ্যা হ্রাস পেয়ে ৩ লাখ ১২ হাজার ৩২৮জনে নেমে এসেছে। এক বছর আগের চেয়ে এ সংখ্যা কমেছে ৯হাজার। এছাড়া ২০১২ সালের পর সকল সময় বিবেচনায় মোতায়েনরত নিরাপত্তাকর্মীর সর্বনিম্ন সংখ্যা এটি।
২০১৭ সালে কাবুলের অনুরোধে হামলায় নিহত নিরাপত্তাকর্মীর সংখ্যা গোপন রেখেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। তবে সম্প্রতি আফগানিস্তানে ন্যাটো’র রেজুল্যিউট সাপোর্ট মিশন জানিয়েছে, এই গ্রীষ্মে সবচেয়ে বেশি নিরাপত্তাকর্মী নিহতের ঘটনা ঘটেছে।
সারাবাংলা/ আরএ