Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনোনয়নপত্র জমার সময় শোডাউন নয়: সিএমপি


২৬ নভেম্বর ২০১৮ ১৮:৪৭

।। সারাবাংলা ডেস্ক ।।

চট্টগ্রাম ব্যুরো: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে যাবার সময় মিছিল-শোডাউন না করতে প্রার্থীদের অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

সোমবার (২৬ নভেম্বর) বিকেলে সিএমপি’র জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর।

সিএমপি’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা,  ২০০৮ এর ৮ বিধির (খ) উপবিধি অনুসারে কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোন ব্যক্তি মনোনয়নপত্র দাখিলের সময় কোন প্রকার মিছিল কিংবা শোডাউন করতে পারবে না। এই বিধান অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের সময় মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনসহ মিছিল বা শোডাউন না করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে।

এই অবস্থায় মনোনয়নপত্র জমা দেয়ার সময় মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনসহ মিছিল এবং শোডাউন না করার জন্য চট্টগ্রামের প্রার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর সারাদেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/আরডি/এসএমএন

মনোনয়নপত্র সিএমপি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর