Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে ৬ আসনে ইভিএম


২৬ নভেম্বর ২০১৮ ১৭:৩৬ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ১৭:৫৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ছয়টি পূর্ণ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোটগ্রহণ করা হবে। আসনগুলো হলো— ঢাকা-১৩, ঢাকা-৬, চট্টগ্রাম- ৯, রংপুর -৩, খুলনা-২ ও সাতক্ষীরা-২।

সোমবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় নির্বাচন কমিশন (ইসি) সম্মেলন কক্ষে দৈবচয়নের মাধ্যমে এই ছয়টি আসন চূড়ান্ত করা হয়। সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই দৈবচয়ন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

এ সময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ও অতিরিক্ত সচিব মুখলেছুর রহমান উপস্থিত ছিলেন।

ছয়টি আসনের মধ্যে দুইটি আসন বেছে নেওয়া হয়েছে ঢাকা সিটি করপোরেশন এলাকা থেকে, একটি আসন চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা থেকে, দুইটি আসন বাকি ১০সিটি করপোরেশন এলাকা থেকে এবং ২১টি জেলা সদর থেকে একটি আসন দৈবচয়নের মাধ্যমে ইভিএম ব্যবহার করে ভোটগ্রহণের জন্য বেছে নেওয়া হয়।

ইসি সূত্র জানায়, এই ছয়টি আসন চূড়ান্ত করার আগে সারাদেশের ২৯ জেলার সিটি করপোরেশন ও জেলা সদরের ৪৮টি আসন প্রাথমিকভাবে বাছাই করা হয়। এই ৪৮টি আসন থেকে দৈবচয়নের মাধ্যমে বেছে নেওয়া হয় ছয়টি আসন। এই আসনগুলোতে সব কেন্দ্রে ইভিএম মেশিন ব্যবহার করে ভোট নেওয়া হবে।

এদিকে, সারাদেশের যে ৪৮টি আসন থেকে ইভিএম ব্যবহারের জন্য ছয়টি আসন চূড়ান্ত করা হয়েছে, সেগুলো হলো— ঠাকুরগাঁও-১, দিনাজপুর-৩, নীলফামারী-২, লালমনিরহাট-৩, রংপুর-৩, গাইবান্ধা-২, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-৩, নওগাঁ-৫, রাজশাহী-২, পাবনা-৫, কুষ্টিয়া-৩, খুলনা-২ ও ৩, সাতক্ষীরা-২, ভোলা-১, বরিশাল-৫, টাঙ্গাইল-৫, জামালপুর-৫, শেরপুর-১, ময়মনসিংহ-৪, ঢাকা-৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৫, ১৬, ১৭ ও ১৮, গাজীপুর-২, নরসিংদী-১ ও ২, নারায়ণগঞ্জ-৪ ও ৫, ফরিদপুর-৩, মাদারীপুর-১, সিলেট-১, কুমিল্লা-৬, ফেনী-২ এবং চট্টগ্রাম-৯, ১০ ও ১১।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। এরপর মনোনয়নপত্র বাছাই চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। বাছাইয়ের পর যোগ্য প্রার্থীরা ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। পরদিন ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে প্রার্থীদের মধ্যে। প্রতীক পেয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবেন।

শুরুতে ২৩ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে গত ৮ নভেম্বর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। পরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের নেতৃত্বাধীন মহাজোটের দলগুলোর বাইরে বিএনপিসহ বেশকিছু রাজনৈতিক দল ও জোট নির্বাচনের তারিখ পেছানোর আবেদন করে ইসিতে। পরে ভোটগ্রহণের তারিখ এক সপ্তাহ পিছিয়ে ১২ নভেম্বর পুনঃতফসিল ঘোষণা করেন ইসি।

সারাবাংলা/জিএস/টিআর

ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর