Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, মালিক-চালকের মৃত্যু


২৬ নভেম্বর ২০১৮ ১৭:২৫

ফাইল ছবি

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

মাদারীপুর : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর রাজৈরে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ভ্যানটির মালিক ও চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ নভেম্বর) সকাল সাতটার দিকে উপজেলার বৈইলগ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পিকআপ ভ্যানের মালিক পিরোজপুর জেলার স্বরূপকাঠির জগনাথকাঠি গ্রামের খোকন মিয়া (৩৫) ও চালক একই জেলার লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ আলী (২৫)।

 ঘন কুয়াশার কারণে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, বরিশাল থেকে ছেড়ে আসা মুন্সীগঞ্জগামী গাছের চারা বোঝাই একটি পিকআপ ভ্যান কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাজৈরের বৈইলগ্রাম এলাকায় খাদে পড়ে যায়। এসময় পিকআপ ভ্যানটি খাদের পানির মধ্যে আংশিক ডুবে যায়। এতে ভ্যানের মালিক খোকন মিয়া ও চালক মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা লাশদুটি নিয়ে হাসপাতালে পাঠান।

এছাড়া পিকআপ ভ্যানটি উদ্ধার করে রাজৈর থানায় নেওয়া হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এসএমএন

পিকআপ ভ্যান মাদারীপুর সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর