Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনুষ্ঠানিকভাবে বিকেল থেকে মনোনয়ন চিঠি দেবে বিএনপি


২৬ নভেম্বর ২০১৮ ১৫:০৩ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ১৫:২৭

।।স্টাফ করেসপন্ডেন্ট।। 

ঢাকা: সকাল থেকে মনোনয়নের চিঠির জন্য বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের বাইরে ভিড় জমিয়েছেন নেতাকর্মীরা। সোমবার (২৬ নভেম্বর) দুপুর থেকে প্রার্থীদের হাতে মনোনয়নের চিঠি দেওয়ার কথা থাকলেও তা শুরু হচ্ছে বিকেলে।

মনোনয়নের চিঠি সংক্রান্ত সাদা কাগজের একটি নোটিশ টানানো হয়েছে চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে। তবে সাদা কাগজে টানানো ওই নোটিশে কারও স্বাক্ষর নেই। শুধু একটি সাদা কাগজে হাতে লেখা হয়েছে- ‘বরিশাল-৪টা রংপুর-৬টা রাজশাহী-৮টা।’ অর্থাৎ বরিশাল বিভাগের প্রার্থীদের হাতে চিঠি দেওয়ার মাধ্যমে বিকেল ৪টা থেকে কার্যক্রম শুরু হবে।

সরেজমিনে দেখা যায়, মনোনয়নপ্রত্যাশীরা নেতারা বাইরে অপেক্ষা করছেন। এদের অধিকাংশ খালেদা জিয়ার কার্যালয় থেকে ফোন পেয়ে এসেছেন। আবার অনেকে মনোনয়নের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে এসেছেন। তবে কাউকেই কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

রোববার  (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে মনোনয়নের চিঠির বিষয়ে ফোন পাওয়া নেতারা তাদের মনোনয়নের চিঠির জন্য কার্যালয়ের বাইরে অপেক্ষা করা শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে এ অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কার্যালয়ের ভেতরে অবস্থান করা একজন নেতা জানিয়েছেন, এখনও চিঠি প্রস্তুত করা হচ্ছে। গতকাল রাত থেকে চিঠি প্রস্তুত করার কাজ চলছে। তাই কিছুটা বিলম্ব হচ্ছে।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থাকায় মনোনয়নের চিঠি দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সকাল সোয়া ১১টার দিকে কার্যালয়ে প্রবেশ করেছেন। কার্যালয়ের ভেতরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, অ্যাডভোকেট মাহবুব হোসেনসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা অবস্থা করছেন।

বিজ্ঞাপন

কার্যালয়ের বাইরে অপেক্ষায় থাকা ২০দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এম এ রকিব সারাবাংলাকে বলেন, ‘আমি সিলেট ৬ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। তাই সকাল থেকে এখানে অপেক্ষা করছি।’

একই কথা বললেন, ‘বাইরে অপেক্ষায় থাকা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন।’

তিনি সারাবাংলাকে বলেন, ‘গতকাল ফোন পেয়েছি। তাই সকাল থেকে অপেক্ষায় আছি ভেতরে যাওয়ার। ডাক এলেই যাব। ভোলা-৪ আসন থেকে দলের মনোনয়নের আবেদন করেছি। এখন চিঠি পেলেই আজকেই নেতাকর্মীদের নিয়ে এলাকায় চলে যাব।’ এ জন্য লঞ্চও বুক করা হয়েছে বলে জানান তিনি।

২০ দলীয় জোটে বিএনপিসহ মোট ২৩টি দল রয়েছে এবং জাতীয় ঐক্যফ্রন্টে বিএনপি ছাড়াও আরও চারটি দল রয়েছে। আবার ঐক্যফ্রন্ট ধানের শীষ প্রতীকে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। তাই বিএনপি কতটি আসনে নিজেদের প্রার্থী দিচ্ছে আর কতটি আসন জোট শরিকদের জন্য ছাড়ছে- সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি।

এদিকে রোববার রাত থেকে অনানুষ্ঠানিকভাবে চিঠি বিতরণ শুরু করেছে দলটি। অনেকটা গোপনীয়তার মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে এ প্রক্রিয়া শুরু হয়।

আজ সোমবার চলবে মনোনয়নের চিঠি বিতরণ কার্যক্রম এবং আগামীকাল মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের আংশিক তালিকা প্রকাশ করবে দলটি।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

তারা জানান, রোববার রাতে বেশ কয়েকজনের হাতে দলীয় মনোনয়নের চিঠি তুলে দিয়েছে বিএনপি। তাদের মধ্যে ঝালকাঠি-২ আসনের মনোনয়নের চিঠি পেয়েছেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

বিজ্ঞাপন

গাজীপুর-৪ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী শাহ রিয়াজুল হান্নান জানান, দলীয় মনোনয়নের চিঠি নেওয়ার জন্য তাকে বিএনপির গুলশান কার্যালয় থেকে ফোন করা হয়েছে।

সারাবাংলা/এসএইচ/একে

আরও পড়ুন

আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই মনোনয়ন চিঠি দিচ্ছে বিএনপি

একাদশ নির্বাচন বিএনপি মনোনয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর