আ.লীগের প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবীতে অবরোধ-বিক্ষোভ
২৬ নভেম্বর ২০১৮ ১৪:৪৩ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ১৫:০৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কুড়িগ্রাম: কুড়িগ্রাম-২ আসনে আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সোমবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের জিরো পয়েন্ট এলাকায় কয়েক হাজার নেতা কর্মী সমবেত হয়ে এ সমাবেশ করেন।
সমাবেশের পাশাপাশি জেলা সদরের রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কয়েকটি যায়গায় গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে পুলিশ এসে রাস্তা থেকে নেতাকর্মীদের সরিয়ে দেয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি চাষী করিম, বদিউল আলম, আওয়ামীলীগ নেতা শেখ বাবুল, সাঈদ হাসান লোবান, কাজিউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, কুড়িগ্রাম-২ আসনটি জেলার জন্য অত্যান্ত গুরুত্বপুর্ন আসন। এছাড়াও এ আসনে আওয়ামী লীগের শক্ত অবস্থান রয়েছে তা সত্বেও এ আসনটি জোটের শরিক দলকে ছেড়ে দেয়ার চেষ্টা চলছে। তারা বলেন এ আসনটি জোটের অন্য কোন দলকে ছেড়ে দিলে পরাজয়ের আশংকা রয়েছে। তাই তারা দলের সাধারন সম্পাদক ও সাবেক এমপি মো. জাফর আলীকে মনোনয়ন দেয়ার দাবী জানান।
সারাবাংলা/এসএমএন