Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে ৬.৩ মাত্রার ভূমিকম্প, আহত ৫০০


২৬ নভেম্বর ২০১৮ ১৩:২০

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচ শ জন আহত হয়েছেন। তবে ভূমিকম্পে এখনো কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। আহতদের ৩৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৫ নভেম্বর) রাতে ভূমিকম্পটি সার্পল-ই জাহাব শহরে আঘাত হানে। মার্কিন ভূ তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিলো মাটির ১০ কিলোমিটার গভীরে। ১৭৫ কিলোমিটার দূরবর্তী ইরাকের রাজধানী বাগদাদ থেকেও ভূকম্পনটি অনুভূত হয়েছে।

বিভিন্ন সামারিক ও আধা-সামরিক দল আক্রান্ত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে। ভূমিকম্পে ঘরবাড়ি ও রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে। বিকল হয়েছে শহরের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা।

গত বছর কেরমানশাহ প্রদেশে ৭.৩ মাত্রার ভূমিকম্পে ৬২০ জনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ১২ হাজার মানুষ। ভৌগলিক অবস্থানের কারণে প্রদেশটি ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে।

সারাবাংলা/এনএইচ

ইরান ভূমিকম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর