Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা


২৬ নভেম্বর ২০১৮ ১১:৪৭

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর উদ্যোগ ও অর্থায়নে সম্প্রতি ছাতক বরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জাবাড়ি, কাশিনাথপুর ও পাবনার সাথিঁয়ায় বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিকুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দীন আহম্মেদ, উপ ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাইফুদ্দিন আহমেদসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রায় ৩ হাজার ২০০ রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এ ছাড়া ৪৩২ জন রোগীকে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।

এ ছাড়া অনুষ্ঠানে শীতার্তদের মাঝে কম্বলও বিতরণ করা হয়।

সারাবাংলা/এমআই

যমুনা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর