Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২


২৬ নভেম্বর ২০১৮ ১১:০৫

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় ইয়াছির আরাফাত (২৭) ও শ্যামপুর লাল মসজিদের সামনে ট্রাক ও লরি সংঘর্ষে পঁত্রিশ বছরের অজ্ঞাত এক ট্রাক হেলপার মারা গেছেন।

জানা যায়, রোববার (২৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে হাতিরঝিলে মোটরসাইকেলে করে যাওয়ার সময় আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন ইয়াছির আরাফাত। পরে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিরকে মৃত ঘোষণা করেন।

মৃত ইয়াছিরের আত্মীয় দেলোয়ার হোসেন জানান, ইয়াছির আরাফাত চায়না ব্যাটারির ব্যবসা করতো এবং কামরাঙ্গীরচড় আলীনগর এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চড়সিতা গ্রামে।

এদিকে সোমবার (২৬ নভেম্বর) ভোর ৬টার দিকে শ্যামপুর লাল মসজিদের সামনে ট্রাক ও লরির সংঘর্ষে অজ্ঞাতনামা এক ব্যক্তি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৬ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক(এএসআই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/ এসএসআর/এসএল/এনএইচ

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর