Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৮ আসনের কোন ৬টিতে ইভিএম, জানা যাবে সোমবার


২৫ নভেম্বর ২০১৮ ২২:৪১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন ৬টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে তা আগামীকাল সোমবার (২৬ নভেম্বর) বিকেলে চূড়ান্ত করা হবে। ইতোমধ্যে সারাদেশের ২৯ জেলার মধ্যে ৪৮টি আসন বাছাই করা হয়েছে। এই  ৪৮টি আসন থেকে দৈবচয়নের মাধ্যমে ৬টি আসন বেছে নেওয়া হবে।

রোববার (২৫ নভেম্বর) রাতে ইসির যুগ্মসচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজু সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সূত্র জানায়, ৩০০ আসনের মধ্যে ৬টি সংসদীয় আসনের সব কেন্দ্রে ইভিএম মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। দেশের ২৯ জেলার সিটি করপোরেশন এবং জেলা সদরে অবস্থিত ৪৮টি আসনের মধ্যে দৈবচয়নের মাধ্যমে ছয়টি আসন নির্ধারণ করা হবে। আগামী কাল সোমবার বিকেল পাঁচটায় প্রকাশ্যে সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে কম্পিউটারের প্রোগামিংয়ের মাধ্যমে দৈবচয়ন অনুষ্ঠিত হবে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত থাকবেন।

ইসি সূত্র জানায়, ২৯ জেলায় যে ৪৮টি আসন থেকে ৬টি আসন নির্ধারণ করা হবে সেগুলো হলো, ঠাকুরগাঁও-১, দিনাজপুর-৩, নীলফামারী-২, লালমনিরহাট-৩, রংপুর-৩, গাইবান্ধা-২, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-৩, নওগাঁ-৫, রাজশাহী-২, পাবনা-৫, কুষ্টিয়া-৩, খুলনা-২ ও ৩, সাতক্ষীরা-২, ভোলা-১, বরিশাল-৫, টাঙ্গাইল-৫, জামালপুর-৫, শেরপুর-১, ময়মনসিংহ-৪, ঢাকা-৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ,১৩, ১৫, ১৬, ১৭ ও ১৮, গাজীপুর-২, নরসিংদী-১ ও ২, নারায়ণগঞ্জ-৪ ও ৫, ফরিদপুর-৩, মাদারীপুর-১, সিলেট-১, কুমিল্লা-৬, ফেনী-২ এবং চট্টগ্রাম-৯, ১০ ও ১১।

বিজ্ঞাপন

উল্লেখ্য আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ ডিসেম্বর।

সারাবাংলা/জিএস/এমআই

ইভিএম

বিজ্ঞাপন

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর