গুরুতর অসুস্থ রফিকুল ইসলাম মিয়া ঢামেকে ভর্তি
২৫ নভেম্বর ২০১৮ ১৯:১৭ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৮ ১৯:২৯
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: দুদকের মামলায় সাজা পেয়ে কারাগারে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সোয়া ৬টার দিকে কারা কর্তৃপক্ষ রফিকুল ইসলাম মিয়াকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে।
ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাশেদ সারাবাংলাকে জানান, রফিকুল ইসলাম মিয়ার রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কম পাওয়া গেছে, তার পরিপাকতন্ত্রেও সমস্যা রয়েছে। কিছু পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। সেগুলোর রিপোর্ট পাওয়ার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো যাবে। আপাতত তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢামেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ৬০২ নম্বর বেডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া গুরুতর অসুস্থ। তার চিকিৎসার জন্য আগেই আবেদন করা হয়েছিল। এ অবস্থায় তাকে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ও সম্পদের তথ্য গোপনের মামলায় রফিকুল ইসলাম মিয়াকে ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ ৬ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহবুব। কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। রায় ঘোষণার পরপরই আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
পরে মঙ্গলবার রাতেই ইস্কাটনের নিজ বাসা থেকে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখার একটি দল। পরে বুধবার (২১ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হলে তার পক্ষে জামিন, চিকিৎসা ও ডিভিশনের আবেদন করা হয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। চিকিৎসা ও ডিভিশনের বিষয়ে জেলকোড অনুযায়ী ব্যবস্থা নিতে হবে বলে জানান আদালত।
সারাবাংলা/এসএসআর/টিআর