Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার চান্দিনায় নৌকার প্রার্থী অধ্যাপক আলী আশরাফ


২৫ নভেম্বর ২০১৮ ১৭:২১ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৮ ১৭:৪৬

।। স্টাফ করেসপন্ডেন্ট।। 

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে সাবেক ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফকে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এর আগে, বাংলাদেশের জাতীয় সংসদের নবম ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক মো. আলী আশরাফ। কুমিল্লা-৭ আসন থেকে চার বার সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনাবিষয়ক এই সম্পাদক।

কুমিল্লার চান্দিনা উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে কুমিল্লা-৭ আসনে অধ্যাপক আলী আশরাফের সঙ্গে মনোনয়ন প্রার্থী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত।

দু’জনই ছিলেন দলের হেভিওয়েট প্রার্থী। দলীয় মনোনয়নের ব্যাপারে দু’জনই শতভাগ আশাবাদী ছিলেন। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পেয়েছেন বর্ষীয়ান নেতা আলী আশরাফই।

৫০ বছর ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের আদর্শের রাজনীতি করে আসা অধ্যাপক আশরাফ প্রথম ১৯৭৩ সালের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে ২০০৮ ও ২০১৪ সালে টানা দুই মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বর্তমানেও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক আশরাফ।

সারাবাংলা/জেডএফ

অধ্যাপক আলী আশরাফ কুমিল্লা-৭ চান্দিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর