Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে বিয়ে বাড়িতে হামলা, কনের গহনা লুট, আহত ১০


২৪ নভেম্বর ২০১৮ ১৯:৩১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

মানিকগঞ্জ: মানিকগঞ্জে একটি বিয়ের আসরে হামলার ঘটনা ঘটেছে। কনের বাবার সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের চালানো ওই হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। হামলা-ভাঙচুরের সময় লুট করা হয়েছে কনের গলায় পরে থাকা গহনাও।

শনিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দেড়গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ পাহারায় বিয়ের বাকি আনুষ্ঠানিকতা শেষ হয়।

এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

মামলার বাদি সোরহাব বেপারী জানান, শনিবার সন্ধ্যায় তার ভাই ফুলন বেপারীর মেয়ে নাসরিনের বিয়ের অনুষ্ঠান চলছিল। বরযাত্রীরা খেতে বসার পর প্রতিবেশী মোকলেস, সাদ্দাম, সাদী, শাকিল, সাদেক, রাকিব, সোহান, সোলাইমান, পাখি, রুবেল শাওন, হাকিম, হানিফ, সফিক, মহিদুলসহ আরো ১০ /১২ জন লাঠিসোটা নিয়ে বিয়ে বাড়িতে হামলা করে। তারা ডেকোরেটর সার্ভিস থেকে আনা চেয়ার টেবিল ভাঙচুর করে, রান্না করা খাবারও ফেলে দেয়। এসময় বাঁধা দিতে গেলে ফুলন বেপারী ও তার ছেলে মোশারফকে প্রচণ্ড মারধর করে। প্রতিবেশীদের হামলায় বরযাত্রীসহ ১০ জন আত্মীয়স্বজন আহত হয়। হামলার সময় কনে নাসরিনের গলার তিন ভরি ওজনের স্বর্নের গহনা এবং ফুলন বেপারীর কাছে থাকা ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। আহত ফুলন বেপারী ও মোশারফকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

ঘটনার খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা থেকে পুলিশ আসে বিয়ে বাড়িতে। পরে পুলিশের উপস্থিতিতে ধামরাই উপজেলার গোয়ারিয়া গ্রামে সোরহাব বেপারীর ছেলে সজিবের সঙ্গে নাসরিনের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।

তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল্লাহও জানান, হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

সারাবাংলা/এসএমএন

গহনা লুট প্রতিপক্ষ বিয়ের আসরে হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর