Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চায়: মোহাম্মদ নাসিম


২৪ নভেম্বর ২০১৮ ১৮:৫৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সিরাজগঞ্জ: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিমডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

শনিবার (২৪ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের হযরত খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (রহ.) মাজার জিয়ারত শেষে দলীয় নেতাদের নিয়ে দরবারের বর্তমান পীর হযরত খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে গেছি। গত ১০ বছরে দেশে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। সেজন্য সারা দুনিয়া শেখ হাসিনার প্রশংসা করছে। বিশ্ব নেতারা শেস হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চান। ওমরাহ পালনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৌদি আরবের বাদশা বলেছেন, আপনারা ক্ষমতায় আবারো ফিরে আসেন এটা আমরা চাই। দেশ জঙ্গিমুক্ত হয়েছে। বিদ্যুৎসহ অন্যান্য সমস্যার সমাধান হয়েছে। পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। গ্রামের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।’

এসময় খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় পরিচালনা পরিষদের পরিচালক মোহাম্মদ ইউসুফ, সিরাজগঞ্জ জেলা আওয়ামীরীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল বারী,  উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড, মারুফ বিন হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন মোহাম্মদ নাসিম শেখ হাসিনা

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর