Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামরাঙ্গীরচরে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩


২৪ নভেম্বর ২০১৮ ১৬:৪৬

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর মুসলিমবাগ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছে।

শনিবার (২৪ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঘটনাটি ঘটে।

দগ্ধরা হলেন রিপা আক্তার (২০), ছেলে রাফসান (২) ও রিপার বোন শারমিন আক্তার (২২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রিপার শরীরের ১০ শতাংশ, ছেলে রাফসানের ২৫ শতাংশ ও শারমিনের ৮ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধ রিপার বাবা নান্নু মিয়া জানান, তারা কামরাঙ্গীরচর মুসলিমবাগ মাছবাজার এলাকায় একটি সেমি পাকা বাড়িতে ভাড়া থাকে। তাদের পাশের বাসায় একটি খালি ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দেয়াল ভেঙে তাদের ঘরের জানালা দিয়ে ঢুকলে তারা দগ্ধ হন।

পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

সারাবাংলা/এসএসআর/একে

কামরাঙ্গীরচর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঢাকা মেডিকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর