Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমকামী বিয়ে প্রশ্নে গণভোট তাইওয়ানে


২৪ নভেম্বর ২০১৮ ১১:০৯

।।আন্তর্জাতিক ডেস্ক।।

সমকামী বিয়ে বৈধ করা হবে কিনা এ প্রশ্নে গণভোটে অংশ নিচ্ছে তাইওয়ানের জনগণ। গণভোটে পাস হলে তাইওয়ান হবে সমকামী বিয়ে বৈধ ঘোষণাকারী প্রথম এশীয় ভূখণ্ড। কিন্তু এক জনমত জরিপে দেখা গেছে তেমনটি হওয়ার সম্ভাবনা কম। খবর বিবিসির।

গত বছরের মে মাসে স্বায়ত্তশাসিত দ্বীপটির শীর্ষ আদালত সমকামীতা বৈধ ঘোষণা করে রায় দেয়। রায়ে পার্লামেন্টকে এ বিষয়ক আইন সংশোধন করতে বা নতুন করে আইন পাস করতে দুই বছর সময় বেধে দেওয়া হয়।

শনিবার (২৪ নভেম্বর) তাইওয়ানে সমকামী বিয়ে বিষয়ে মোট দু’টি প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এদের মধ্যে একটি প্রশ্ন রাখছে কনজারভেটিভরা- বৈধ বিয়ে কেবল নারী ও পুরুষের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে কিনা? আর অপর প্রশ্নটি রাখছে সমকামী অধিকারকর্মীরা- সবাইকে বিয়ের সমান অধিকার দেওয়া হবে কিনা?

এছাড়াও অলিম্পিক গেমসে নাম পরিবর্তনসহ মোট ১০টি ইস্যুতে গণভোট হচ্ছে তাইওয়ানে। এসব গণভোট অনুষ্ঠিত হচ্ছে স্থানীয় নির্বাচনের পাশাপাশি।

উল্লেখ্য, ১৯৮০’র দশকে চীনের সঙ্গে করা এক চুক্তি অনুসারে, অলিম্পিকে চাইনিজ তাইপেই নামে অংশগ্রহণ করে থাকে তাইওয়ান। শনিবার এক গণভোটে এর জনগণদের ঠিক করতে বলা হচ্ছে- ২০২০ টোকিও অলিম্পিকসে তারা কি নামে অংশ নিতে চায়, তাইওয়ান না চাইনিজ তাইপেই।

এটা বেশ স্পর্শকাতর একটি ইস্যু। কেননা, এতে করে চীনের সঙ্গে সম্পর্কের আরও অবনতি হতে পারে স্বায়ত্তশাসিত দ্বীপটির।

তাইওয়ান ১৯৪৯ সাল থেকে স্বায়ত্তশাসনের অধীনে রয়েছে। কিন্তু চীনের দাবি তাইওয়ান তাদের একটি প্রদেশ এবং ভবিষ্যতে এটি চীনের সঙ্গে পুনরায় মিলিত হবে।

শনিবার দিনের শেষের দিকে গণভোটগুলোর ফলাফল জানা যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ আরএ

গণভোট তাইওয়ান সমকামী বিয়ে