Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে স্টিল মিলে দগ্ধ ২ শ্রমিক মারা গেছেন


২৪ নভেম্বর ২০১৮ ১০:৩৫ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৮ ১১:১৬

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

 ঢাকা: নারায়ণগঞ্জের মদনপুরে মোন্তাহার স্টিল মিলে দগ্ধ ১২ শ্রমিকের মধ্যে দুইজন মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রাত শুক্রবার (২৩ নভেম্বর) ২টায় মাসুম ও সাড়ে ৩টার দিকে নয়ন নামের দুই ওই দুই শ্রমিক মারা যান। তাদের শরীরের ৯০ শতাংশ ঝলসে গিয়েছিল।

নিহত শ্রমিক মাসুম (২৫) বগুড়ার সোনাতলা উপজেলার রানীপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তার মামা শাহ আলম জানান, মাসুম ওই স্টিল মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। এছাড়া নয়ন মুন্সীগঞ্জ জেলার আব্দুর রশিদ ঢালীর ছেলে। নয়নও ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া  জানান, তাদের দুজনের শরীরে ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের মদনপুরে মোন্তাহার স্টিল মিলে রড তৈরির জন্য লোহা গলানোর সময় গলিত লোহা গায়ে পড়ে ১২ শ্রমিক দগ্ধ হয়েছিলেন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

 সারাবাংলা/এসএসআর/এমএইচ

আরও পড়ুন

নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ১২ শ্রমিক ঢামেক হাসপাতালে

ঢামেক দগ্ধ নারায়ণগঞ্জ স্টিল মিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর