Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটে সেনা মোতায়েন: ‘ম্যাজিস্ট্রেসি ক্ষমতার প্রয়োজন নাও হতে পারে’


২৩ নভেম্বর ২০১৮ ২১:১১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বরিশাল: নির্বাচনের মাঠে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল করেছে সে প্রসঙ্গে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী বলেছেন, সেনাবাহিনীর কাছে অস্ত্র আছে, তাদের হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার প্রয়োজন নাও হতে পারে।

আসন্ন নির্বাচনে নারীদের অংশগ্রহণ বিষয়ক বরিশালে দুই দিনব্যাপী কর্মশালার উদ্ধোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আরও বলেন, ‘নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির চেষ্টা চালাচ্ছে। এতে সবার জন্য সমান সুযোগ তৈরি হবে। আর প্রশাসনের কারোর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে নির্বাচন কমিশন খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক, নির্বাচন কমিশন তা চাইবে না। তাই নির্বাচন কমিশন গ্রহণযোগ্য একটা নির্বাচন উপহার দেওয়ার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত রকমের নির্বাচনি আইন আছে, তা ব্যবহারের মাধ্যমে ভালো নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।’

এর আগে বরিশাল নগরীর বিডিএস হল রুমে জেন্ডার বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, ‘নারীরাও যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নির্বাচন কমিশন তার সকল ব্যবস্থা করেছে।’

নির্বাচনের দিন নারী প্রার্থী এবং ভোটারদের আরও উপস্থিতি কামনা করেন নির্বাচন কমিশনার শাহাদাৎ হোসেন চৌধুরী।

ইউএনডিপি এবং ইউএন উইমেনের সহযোগিতায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলীর সভাপতিত্বে দুই দিনব্যাপী কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-প্রধান মো. সাইফুল হক চৌধুরী, নির্বাচন কমিশনের উপ-সচিব সাহেদুন্নবী চৌধুরী এবং ইউএনডিপি ইউএন উইমেনের জেন্ডার এক্সপার্ট এটসুকো হিরাকাওয়া।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

 

জাতীয়-নির্বাচন ভোট সেনা মোতায়েন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর