নির্বাচনি ইশতেহারে ভূমি ব্যবহারের পরিকল্পনা অন্তর্ভুক্তির দাবি
২৩ নভেম্বর ২০১৮ ১৬:০২ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ১৬:২৯
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় আঞ্চলিক ভারসাম্যের অভাব উল্লেখযোগ্যভাবে পরিলক্ষিত হওয়ায় আগামী সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচনি ইশতেহারে ভূমি ব্যবহারের সঠিক পরিকল্পনা অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।
শুক্রবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিআইপির প্রধান কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা। এসময় রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্তির জন্য পরিকল্পনা ও উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ও নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান।
ড. আদিল মুহাম্মদ খান বলেন, ভূমির তুলনায় জনসংখ্যা ও জনসংখ্যার ঘনত্ব এবং জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হওয়ায় দেশের প্রতি ইঞ্চি ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। সেই সঙ্গে পরিকল্পিত নগর, অঞ্চল ও গ্রাম উন্নয়নকে সঠিক নীতি ও আইনি কাঠামোর আওতায় আনা প্রয়োজন। এ জন্য খসড়া ‘নগর উন্নয়ন নীতি’ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা আইনের চূড়ান্ত অনুমোদন দিয়ে তা প্রকাশের ব্যবস্থা করার প্রয়োজন। একইসঙ্গে বর্তমান বাস্তবতায় নগর ও গ্রামীন উন্নয়ন ব্যবস্থাকে অধিকতর পরিকল্পিত করার লক্ষ্যে প্রচলিত আইনের সংস্কার প্রয়োজন। তাই এসব লক্ষ্য অর্জনে আরও বেশি কার্যকর পদক্ষেপ নিতে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে এ বিষয়টি অন্তর্ভুক্তির দাবি জানান তিনি।
রাজনৈতিক দলগুলোর প্রতি বিআইপির প্রস্তাবনাগুলো হলো— ১. পরিবহন ও যাতায়াত খাতে সংকটময় পারিস্থিতি থেকে উত্তরণে বহুমাত্রিক গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং জলপথ ও রেলপথকে ব্যবহার উপযোগী করা;
২. আবাসন ব্যবস্থার সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আবাসন নির্মাণ প্রক্রিয়া ও প্রকল্পে নিম্ন আয়ের জনগোষ্ঠীকে প্রাধান্য দেওয়া;
৩. দুর্যোগ ব্যবস্থাপনা ও কর্মসংস্থানের লক্ষ্যে জেলা-উপজেলা পর্যায়ে শহর পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রসার ঘটিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে;
৪. পরিসেবার পরিকল্পিত সুষম উন্নয়নে সমন্বিত ও কার্যকরী পরিকল্পনা, উন্নয়ন ও উন্নয়ন ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য বিভাগীয় শহরগুলোতে ‘নগর সরকার’ প্রতিষ্ঠার মাধ্যমে সব পরিকল্পনা ও উন্নয়ন সংস্থাকে নগর সরকারের অধীনে আনতে হবে;
৫. বিনিয়োগ আকর্ষণ ও অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের প্রাতিষ্ঠানিকভাবে উদ্যোগ গ্রহণে ব্যবস্থা নিতে হবে;
৬. পরিকল্পনা অনুশীলনের ওপর গুরুত্বারোপ করতে শক্তিশালী জাতীয় নীতি ও আইন প্রণয়ণ এবং বাস্তবায়নে যথাযথথ ব্যবস্থা নিতে হবে।
সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে পরিকল্পনাবিদদের পরামর্শ নিয়ে একটি গ্রহণযোগ্য ও বাস্তবায়নযোগ্য নির্বাচনি ইশতেহার তৈরি করা আহ্বান জানায় বিআইপি।
এসময় উপস্থিত ছিলেন বিআইপির সভাপতি অধ্যাপক এ কে এম আবুল কালাম, সহসভাপতি অধ্যাপক আকতার মাহমুদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
সারাবাংলা/এসএইচ/টিআর
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিআইপি ভূমি ব্যবহারের পরিকল্পনা