Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে প্রধানমন্ত্রী ও দস্তগীর গাজীর জন্য দোয়া


২৩ নভেম্বর ২০১৮ ১৬:০০ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ১৭:৩৫

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

নারায়ণগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী’র (বীর প্রতীক) জন্য রূপগঞ্জ উপজেলার প্রতিটি মসজিদে জুমার নামাজের পর দোয়া করা হয়েছে।

শুক্রবার (২৩ নভেম্বর) এ দোয়ার আয়োজন করে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন।

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সূত্রে জানা গেছে, সংসদ সদস্য হওয়ার পর গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জের ব্যাপক উন্নয়ন করছেন। দস্তগীর গাজীর রাজনৈতিক ক্যারিয়ারের সফলতা কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এ দোয়ার আয়োজন করা হয়।

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা সারাবাংলাকে বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আর সেই ধারাবাহিকতায় গোলাম দস্তগীর গাজীর প্রচেষ্টায় রূপগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজীর জন্য দোয়ার আয়োজন করছি। কারণ রূপগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে, গোলাম দস্তগীর গাজীকেও ভালোবাসে।’

সারাবাংলা/এসজে/এমএইচ

আরও পড়ুন

মনোনয়ন ফরম কিনলেন গোলাম দস্তগীর গাজী

জঙ্গিবাদকে কঠোর হস্তে দমন করেছে সরকার: গোলাম দস্তগীর গাজী

নৌকাকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: গোলাম দস্তগীর গাজী

গোলাম দস্তগীর গাজী দোয়া প্রধানমন্ত্রী রূপগঞ্জ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর