Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলেশ্বর নদীতে নিখোঁজ বনরক্ষী সোহেল রানার মরদেহ উদ্ধার


২৩ নভেম্বর ২০১৮ ১৫:০৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বাগেরহাট: বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বলেশ্বর নদীতে পড়ে নিখোঁজ হবার তিনদিন পর বনরক্ষী সোহেল রানা তালুকদারের (৩৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে বলেশ্বর নদীর সাপলেজা ভাইজোরা এলাকা থেকে ভাসমান অবস্থায় ফায়ার সার্ভিস সদস্য ও বনরক্ষীরা তার মৃতদেহ উদ্ধার করে। পরে মৃতের লাশ শরণখোলা থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন: সুন্দরবনে নদীতে পড়ে বনরক্ষী নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ নভেম্বর) রাতে শরণখোলা রেঞ্জের বগী স্টেশনের বন-প্রহরী সোহেল রানাসহ তিনজন ট্রলারে করে বলেশ্বর নদীতে টহলে যায়। রাত ৯ টার দিকে নদীর সাপলেজা এলাকায় একটি মাছের ট্রলার বনবিভাগের ট্রলারটিকে ধাক্কা দিলে সোহেল রানা পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয়।

তিনদিন ধরে খোঁজাখুঁজির পর শুক্রবার দুপুরে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যাওয়া হয় বলে জানান বগী স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান মোল্লা।

সারাবাংলা/এনএইচ

বনরক্ষী বাগেরহাট মৃতদেহ উদ্ধার শরণখোলা

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর