অভ্যন্তরীণ কোন্দলেই বুড়িগঙ্গায় বিএনপি নেতার লাশ: কাদের
২৩ নভেম্বর ২০১৮ ১৩:১৬ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ১৪:১০
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: বুড়িগঙ্গা নদীতে যশোর জেলা বিএনপি নেতার লাশ পাওয়ার ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটি তাদের অভ্যন্তরীণ কোন্দল থেকেও হতে পারে। নির্বাচনের আগে এ ধরনের ঘটনা ‘ডাল মে কুচ কালা হায়’ হিসেবেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
শুক্রবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নির্বাচন থেকে তাদের সরিয়ে দিতে সরকার এ ধরনের হত্যাকান্ড ঘটাচ্ছে, বিএনপি’র এমন অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ ধরনের গালিগালাজ, অশ্লীল বক্তব্য ও কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে।
‘যশোরের কোনো এক প্রার্থীর লাশ বুড়িগঙ্গা নদীতে, এটা তো নির্বাচনের আগে ‘ডাল মে কুচ কালা হায়’। আমরা জেনেছি, তাদের এক আসনে অনেক প্রার্থী আছে। হয়ত এক প্রার্থী আরেক প্রার্থীকে সরিয়ে দিয়ে রাস্তা ক্লিয়ার করতে চায়। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়ও হতে পারে।’ বলেন ওবায়দুল কাদের
এ বিষয়টি নির্বাচন কমিশন দেখবে বলেও জানান তিনি।
সারাবাংলা/এনআর/জেএএম