Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক কেড়ে নিল স্বামী-স্ত্রীর প্রাণ


২৩ নভেম্বর ২০১৮ ১২:২৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

 শুক্রবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা সড়কের পূর্ব জিলেরডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটেছে।

মৃতরা হলেন, কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের জায়গীরমহল খাজুরা গ্রামের নজরুল ইসলাম মোল্লা (৪৫) ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা (৩৫)।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, মোটরসাইকেলে করে তারা খুলনার উদ্দেশে যাচ্ছিলেন। পথে পূর্ব জিলেরডাঙ্গায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আয়েশা সিদ্দিকা মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় নজরুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

খুলনায় বাস খাদে পড়ে নিহত ৫

খুলনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনা স্বামী-স্ত্রী নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর